All Books about Imam Hossain and Karbala



শহীদে কারবালা ইমাম হোসাইন (রাঃ) সম্পর্কে জানার জন্য নীচের বইসমূহ পড়তে পারেন: 
 - মুফতী মুহাম্মদ শফী রহ. (সাবেক মুফতীয়ে আজম, পাকিস্তান)  
মাওলানা মাকসুদুর রহমান

খন্দকার আবুল খায়ের রহ.

3) শহীদে কারবালা ও ইয়াজিদ 
- হাকিমুল ইসলাম হযরত মাওলানা ক্বারী তৈয়ব ছাহেব (রহঃ)
আজিজিয়া কুতুবখানা, ১নং আদর্শ পুস্তক বিপনী বিতান,
বায়তুল মোকাররম, ঢাকা-১০০০

4) নবী পরিবারের প্রতি ভালোবাসা 
-মাওলানা মাহমুদুল হাসান, প্রিন্সিপাল, জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া, 
প্রকাশনায়: মাকতাবাতুল আযহার, ইসলামী টাওয়ার, ১১/১, বাংলাবাজার, ঢাকা--১১০০

5) শহীদে কারবালার প্রকৃত ইতিহাস 
- সম্পাদনায়: মুহাম্মদ জাফর ঊল্লাহ 
প্রকাশনায়: মাসিক দ্বীন-দুনিয়া, বায়তুশ শরফ কমপ্লেক্স, ধনিয়ালাপাড়া, চট্টগ্রাম
ফোন নং: 01822535995, 01199250485

6) কারবালার শিক্ষা 
- মুফতী ফজলুল হক আমিনী (রহঃ), প্রিন্সিপাল ও শাইখুল হাদিস
প্রকাশক: নাদিয়াতুল কুরআন প্রকাশনী, ১১, ইসলামী টাওয়ার, বাংলাবাজার

by মোহাম্মদ শহীদুল্লাহ মিয়া

লেখক : সাইয়েদ ইবনে তাউস




বিঃদ্রঃ বাংলাদেশে একশ্রেনীর আলেম ইয়াজিদের ব্যাপারে নেক নিয়তে শয়তানের ধোাঁকায় পড়ে গেছেন। বিষ তো বিষই- কেউ নেক নিয়তে খেলেও ধ্বংশ অনিবার্য। এসমস্ত আলেমেরা এখানে উল্লেখিত ১, ৩, ৪ ও ৬ নং বই পড়া উচিত। এসব তাদের শীর্ষস্থানীয় আলেমের বই। ৫নং “শহীদে কারবালার প্রকৃত ইতিহাস” শীর্ষক সংকলন বইটিও পড়তে পারেন। এখানেও তাদের সম্মানিত আলেমদের লেখা আছে। অবশ্য এখানে উল্লেখিত সমস্ত বই-ই পড়ার যোগ্য। 

No comments:

Post a Comment

‘ তোমরা আমার ভাইকে হত্যা করতে পারবে না।‘ - ইয়াজিদের রাজদরবারে ইমাম হোসাইনের বোন হযরত যায়নাব

‘ কারবালার দু’ পীঠ আছে। একটি আলোকময় আর একটি অন্ধকারাচ্ছন্ন। ইমাম হোসাইন (আ.) সত্যকে টিকিয়ে রাখার জন্য সাথিগণসহ কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। এটি আলোকময় দিক । ইয়াযীদের দল সত্যকে প্রত্যাখ্যান করে ক্ষণিকের জন্য বাহ্যিকভাবে বিজয়ী হলেও এ দিকটি হলো অন্ধকারাচ্ছন্ন। সারা বিশ্বের মানুষ তাদের ঘৃণার সাথে স্মরণ এবং অভিসম্পাত করে । ইমাম হোসাইন ও তার সাথিগণকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। ইমাম হোসাইন (আ.) শাহাদাতের পর আরও বেশি জীবন্ত হয়ে উঠেছেন। ইয়াযীদের দল তাকে শহীদ করে ভেবেছিল সব কিছু মিটে গেল। কিন্তু জীবিত হোসাইন হতে মৃত হোসাইন আরও বেশি মারাত্মক হয়ে তাদের পতনকে আর ত্বরান্বিত করে দিয়েছেন। অনুভূতিসম্পন্ন প্রতিটি মানবের মণিকোঠায় তিনি জীবন্ত থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার উদ্যম যোগাচ্ছেন। তার বোন হযরত যায়নাব (আ.) সত্যিই বলেছেন-‘ তোমরা আমার ভাইকে হত্যা করতে পারবে না।‘ ইমাম হোসাইন (আ.) -এর শাহাদাতের ফলে ইয়াযিদী ইসলামের বিরুদ্ধে মুহাম্মাদী ইসলামের আত্মিক ও বাস্তব উভয় প্রকার বিজয় সংঘটিত হয়েছিল । - মাওলানা মোহাম্মদ কুতুবউদ্দীন হোসাইনী চিশতী